আন্তর্জাতিক ডেস্ক : এর আগে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদ। এবার আরও একধাপ এগিয়ে ভারতকে শিক্ষা দিতে পাকিস্তানকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা পাঠাতে বললেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফকে কাশ্মীরে সেনাপাঠানোর কথা বলেছে হাফিজ সাইদ। ভারতকে শিক্ষা দিতে সেনা পাঠানো উচিত বলেও মন্তব্য করেছে হাফিজ।
কাশ্মীরের স্বাধীনতাকামী কমান্ডর বুরহান ওয়ানি সেনাবাহিনীর হাতে মারা যাওয়ার পর থেকেই উত্তপ্ত ভূস্বর্গ। আর সেই সময় থেকেই ভারতের বিরুদ্ধে আক্রমনাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন হাফিজ সাইদ।
গত মঙ্গলবারও লাহোরে সাংবাদিক বৈঠক করে সে বলে, কাশ্মীরের মানুষ এক হয়ে রাস্তায় নেমেছে। গণ আন্দোলনের রূপ নিয়েছে তাদের প্রতিবাদ। এক হয়েছে বিচ্ছিন্নতাবাদীরাও। ইসলামী গোষ্ঠীগুলিও এক ছাতার তলায় এসে দাঁড়িয়েছে। কাশ্মীরে যারা মারা গেছে, তাদের মৃত্যু বিফলে যাবে না।
বুরহানি ওয়ানির মৃত্যুর পর থেকে সংঘর্ষে কাশ্মীরে প্রাণ হারিয়েছেন ৫৮জন। নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে সম্প্রতি।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম