আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক নারীসহ ৯ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এরইমধ্যে তাদেরকে ১৪ দিনের নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছেন আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার উত্তর চব্বিশ পরগণার বাসিরহাটের গোজাডাঙ্গা সীমান্ত এলাকার কাছ থেকে ওই ৯ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বয়স ২০ এর কোটায়। বৃহস্পতিবার ৯ বাংলাদেশিকে বাসিরহাট আদালতে হাজির করা হলে তাদেরকে ১৪ দিনের নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।
চব্বিশ পরগণার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘তারা (গ্রেফতার বাংলাদেশিরা) অবৈধভাবে প্রবেশ করছিল। আমরা তাদেরকে ১৯৪৬ সালের ফরেইনার্স অ্যাক্টের সংশ্লিষ্ট ধারার আওতায় গ্রেফতার দেখিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কাজের জন্য ভারতের দক্ষিণাঞ্চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।’
আটককৃতদের নামও প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা হলেন-মুকুল হোসেন, শফিকুল সর্দার, রায়হান ইসলাম, মিজানুর ইসলাম, আবদুল গনি, জামশেদ গাজী, জিয়ারউল ইসলাম, হাসান আলী এবং ফাতেমা বিবি।
এ ঘটনায় তদন্ত কাজে সংশ্লিষ্টতা থাকা এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আটক বাংলাদেশিদের বেশিরভাগই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। তারা কোনও আইনি কাগজপত্র ও বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। তাদের কারও কাছে পাসপোর্টও নেই। কিভাবে তারা সীমান্ত পাড়ি দিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
জুলাইয়ের এক হিসেব অনুযায়ী ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এ বছর কেবল বাসিরহাট পুলিশই ৪৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। -ইন্ডিয়ান এক্সপ্রেস
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম