আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভাই বলে সম্বোধন করলেন বালোচিস্তানের ছাত্র সংগঠনের নেত্রী করীমা বালোচ৷ রাখী পূর্ণিমা উপলক্ষে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেন তিনি৷ সেখানে বালোচিস্তানের স্বাধীনতার জন্য নরেন্দ্র মোদির সহযোগিতার দাবি করেন করীমা৷
পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে বালোচিস্তানের অনেক যুবক মারা গেছে৷ নিখোঁজ আরো অনেকেই৷ তারা হয়তো আর কখনোই ফিরে আসবেনা বলেও ভিডিও বার্তায় আশঙ্কা প্রকাশ করেছেন করীমা বালোচ৷ তার মতো আরো অনেক বোন সেই ভাইদের জন্যই লড়াই চালিয়ে যাচ্ছে৷ তবে পাকিস্তান সেনাবাহিনীদের বিরুদ্ধে এই লড়াই তারা নিজেরাই লড়বেন৷ শুধুমাত্র তাদের এই আন্দোলনকে সমর্থন করে মোদি যেন তা আন্তর্জাতিক মহলে তুলে ধরেন সেই দাবিই করলেন নেত্রী৷
নরেন্দ্র মোদি তিনি নিজে একজন গুজরাতি৷ তাই প্রধানমন্ত্রীর মাতৃভাষাতে তাকে একটি বার্তাও দেন করীমা৷ গুজরাতি ভাষায় লেখা সেই বার্তায় তিনি বলেন, বালোচিস্তানবাসীর আন্দোলনের পাশে থাকায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি৷
ভারতের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি বালোচিস্তানের আন্দোলনকে ভারত সমর্থন জানায় বলেও ঘোষণা করেন তিনি৷ এর পরেই বালোচিস্তানের ছাত্র নেতার এই ধরণের ভিডিও বার্তা অত্যন্তই তাৎপর্যপূর্ণ৷
১৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই