শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ১০:৪৮:৪৪

মাকে বাঁচাতে নিজের জীবন দিতেও আপস করেনি ৬ বছরের শিশু

মাকে বাঁচাতে নিজের জীবন দিতেও আপস করেনি ৬ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক : অনৈতিক নির্যাতনকারীর হাত থেকে মাকে বাঁচাতে প্রাণ দিল ৬ বছরের শিশু।

সাউথ আফ্রিকায় মাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতেও আপস করেনি শিশু কার্লওয়ানো গারাসাপে।

শিশুটির মা সেগোমোটসো গারাসাপে জানান, স্কুলবাস আগে চলে যাওয়ায় দুই শিশু সন্তান ছয় বছরের কার্লওয়ানো ও আট বছরের থাবিসোর ইচ্ছায় হেঁটেই স্কুলের দিকে রওনা হই।

স্কুলের কাছাকাছি নর্থদান কেপে’র রাস্তায় এক ছিনতাইকারী পথ আটকে আমার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।  

পরে লোকটি শিশু সন্তানদের সামনে আমার ওপর ঝাপটে পড়ে।  আমার ইজ্জত নষ্ট করতে চাইলে লোকটির ওপর চড়াও হয় কার্লওয়ানো।  

একপর্যায়ে কার্লওয়ানো লোকটিকে চড় ও ঘুষি মারে। পরে ওই লোকটি একটি ভাঙা বিয়ারের বোতল দিয়ে কার্লওয়ানোর পেটে আঘাত করে।

কার্লওয়ানোর মা বলেন, আমার চোখের সামনে ওই লোকটি আমার সন্তানের পেটে ভাঙা বোতল দিয়ে আঘাত করে, আমি লোকটিকে মারার জন্য রাস্তার ধারে কিছু খুঁজছিলাম কিন্তু পাইনি।

তিনি বলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা কার্লওয়ানোকে হাসপাতালে নেয়ার জন্য রাস্তায় অনেক গাড়ি থামানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ সাহায্য করেনি।  মুমূর্ষু অবস্থায় আমার সন্তানের শেষ ইচ্ছা ছিল- ওকে যেন জড়িয়ে ধরে চুমো দেই।

এদিকে কার্লওয়ানোর মৃত্যুতে কমিউনিটির নেতারা বিক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, যেকোনোভাবেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর সহায়তায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে