শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ১১:১৭:০৮

হাত মিলিয়ে ভিক্ষুককে ভিক্ষা দেয়ায় বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

হাত মিলিয়ে ভিক্ষুককে ভিক্ষা দেয়ায় বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : এক ভিক্ষুককে ভিক্ষা দিয়ে মহাবিপাকে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।  গতকাল বৃহস্পতিবার অর্থনীতি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে গিয়ে পথে এক ভিক্ষুককে দেখে থামেন প্রধানমন্ত্রী।

ওই ভিক্ষুকের সঙ্গে হাত মিলিয়ে তার কফি কাপে অস্ট্রেলীয় পাঁচ ডলার দেন তিনি।  তাতেই কঠোর সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী।  

সমালোচকদের তীব্র বাক্যবাণে জর্জরিত হন তিনি। তবে এটাকে উদারতা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পক্ষেও কথা বলেছেন কেউ কেউ।

ভিক্ষুকের কাপে ডলার গুঁজে রাখার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আজ শুক্রবার তা ভাইরাল হয়ে যায়।  

লোকজন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করছিলেন।  কেউ কেউ টার্নবুলকে কৃপণ স্বভাবের উল্লেখ করে বলেছেন, তার মতো সম্পদশালী ব্যক্তির পকেটে নোটের স্তূপ থেকে বেরোল মাত্র পাঁচ ডলার।

অন্যদিকে এভাবে অর্থ দেয়ার জন্যও সমালোচিত হয়েছেন প্রধানমন্ত্রী।  মেলবোর্নের লর্ড মেয়র রবার্ট দোয়েল বলেছেন, ভিক্ষুকদের এভাবে অর্থ দিলে  ড্রাগ আসক্তি বাড়াবে।  দারিদ্র্যকে আরও সুদৃঢ় করবে। ভিক্ষুকদের এভাবে অর্থ না দিয়ে দান করতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তিনি।

অনেকের মতে, ক্যামেরার সামনে এমন হতাশাজনক উদারতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী।  এত সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর সাদাসিধে জবাব, ‘লোকটির জন্য আমার খুব মায়া হচ্ছিল।’

এক রেডিও স্টেশনে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ ঘটনায় মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে।  আমি দুঃখিত বিষয়টি কাউকে কাউকে হতাশ করেছে।’

এর আগে যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা এড মিলিব্যান্ড ২০১৪ সালে এক গৃহহীন নারীকে দুই পেনি দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন।  সূত্র: বিবিসি নিউজ
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে