আন্তর্জাতিক ডেস্ক : নির্মল ওয়াগ, বয়স ১৪ বছর। ভারতের মহারাষ্ট্রের পশ্চিম ভাসাইয়ের এম জি পারুলেকর স্কুলের দশম শ্রেণীর ছাত্র। ১০ আগস্ট বাড়িতে কাউকে কিছু না জানিয়ে একা একাই রাত ৯.৩০ টায় মুম্বাই সেন্ট্রাল রেল স্টেশন থেকে নির্মল উঠে বসে অমৃতসরগামী গোল্ডেন টেম্পল মেলে।
উদ্দেশ্যে ছিল কাশ্মীরে গিয়ে ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাবে জঙ্গিদের বিরুদ্ধে। কিন্তু ট্রেনের টিকিট না থাকায় ভোররাত ১.১৫ নাগাদ টিকিট চেকার তাকে নামিয়ে দেয় সুরাট স্টেশনে।
নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নির্মলের পরিবারের তরফে পুলিশকে জানানো হয়। টিউশন ফির আড়াই হাজার টাকা সঙ্গে নিয়ে বেরোলেও নির্মলের কাছে কোনও মোবাইল ফোন ছিল না। ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পরে কোনওভাবে তার আলাপ হয় ফুচকাওয়ালা করণ সিংয়ের সঙ্গে। সে নির্মলকে নিয়ে যায় তার বস্তিতে।
হঠাত্ করেই ১৪ আগস্ট নির্মলের বাবা প্রসন্ন ওয়াগের মোবাইলে একটি মিসড কল আসে। টনক নড়া পুলিশের। ভাসাইগাঁও-এর ইন্সপেক্টর সম্পতরাও পাতিল খোঁজ নিয়ে জানতে পারেন ফোনটি এসেছে সুরাট থেকে। সেই সূত্র ধরে সুরাটে গিয়ে করণ সিংয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় নির্মলকে। তবে নির্মলের বাবার থেকে টাকা চাওয়ার জন্যে করণ ফোন করেছিলেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি।
মাত্র কয়েক মাস আগেই মাকে হারিয়েছে নির্মল। তার বাবা প্রসন্ন জানিয়েছেন, ছোট থেকেই দেশ ও দেশের ইতিহাসের প্রতি ছেলের অসম্ভব টান। সে প্রায়ই বলত কাশ্মীরে গিয়ে জঙ্গিদের বিরুদ্ধে সে লড়াই করবে। তার এই সব কথাকে হেসে উড়িয়ে দিতেন সবাই। বন্ধুরা প্রায়ই এই নিয়ে মজা করত।
কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এতটাই প্রভাব ফেলেছিল নির্মলের মনে যে সে কাউকে কিছু না জানিয়েই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল। পুলিশের সাহায্যে নির্মলের পরিবার তাকে ১৫ আগস্ট বাড়ি ফিরিয়ে আনে। - ইন্ডিয়া টাইমস
২০ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস