শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৫:০৯:২১

শিগগিরই পাকিস্তান সফর করবেন এরদোগান

শিগগিরই পাকিস্তান সফর করবেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, শিগগিরই তিনি পাকিস্তান সফর করবেন। বিপদের সময় ইসলামাবাদ তুরস্কের পাশে দাঁড়ানোর জন্য তিনি দেশটির সরকার ও জনগণকে ধন্যবাদ দিতে এ সফরে যাবেন। শুক্রবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর প্রেসটিভির।

পাকিস্তানের জাতীয় পরিষদের উচ্চ কক্ষ সিনেটের সদস্য সাইয়্যেদ মুশাহিদ হোসেইনের নেতৃত্বে দেশটির সংসদীয় একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে রাজধানী আংকারায় তার প্রাসাদে সাক্ষাৎ করে। এ সময় এরদোগান পাকিস্তানের কোয়েটা শহরের ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে তুরস্ক পাকিস্তানের প্রচেষ্টার প্রতি সমর্থন জানায়। এরদোগানের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে সিনেটর মুশাহিদ হোসেইন জানান, পাকিস্তানের এ পার্লামেন্টারি প্রতিনিধি দলে সরকারপন্থি ও বিরোধী আটটি রাজনৈতিক দলের সদস্য রয়েছেন। গত ১৫ জুলাই সেনা অভ্যুত্থান প্রচেষ্টা শক্ত হাতে ব্যর্থ করে দেয়ার জন্য মুশাহিদ হোসেইন প্রেসিডেন্ট এরদোগানের ব্যাপক প্রশংসা করেন।  
২০ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে