শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ১২:২৬:৫৫

পালাতে মানববর্ম ব্যবহার করছে আইএস

পালাতে মানববর্ম ব্যবহার করছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক : হামলার মুখে টিকতে না পেরে পালানোর সময় স্থানীয় মানুষদের বর্ম হিসেবে ব্যবহার করছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার প্রকাশিত ছবিতে দেখা যায়, সিরিয়ার মানজিব শহর থেকে পালাতে এই কৌশল নিয়েছে তারা।

এ সংক্রান্ত কিছু ছবি টুইটারে প্রকাশ করেছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)। তাতে দেখা গেছে, বিশাল গাড়িবহর নিয়ে মানবিজ থেকে পালাচ্ছে আইএস। নিজেদের সেনাদের সুরক্ষায় বহরের সামনের গাড়িগুলোতে বেসামরিক নাগরিকদের রাখা হয়েছে। বিপজ্জনক এলাকাগুলো পার হওয়ার সময় এদের গুলির সামনে ঠেলে দেওয়া হচ্ছে।

গত সপ্তাহে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স মানবিজ শহরটি দখল করে নেয়। পরাজিত আইএস যোদ্ধারা সেখান থেকে পালিয়ে সিরিয়ার উত্তরে তাদের নিয়ন্ত্রণে থাকা আরেকটি শহরের দিকে চলে যায়। কিন্তু যাওয়ার পথে গাড়িবহর এবং নিজেদের নিরাপত্তায় মানবিজ থেকে দুই হাজারের বেশি মানুষকে নিজেদের সঙ্গে নিয়ে যায়।

সিরিয়ায় থাকা এক জ্যেষ্ঠ মার্কিন সেনা কর্মকর্তা জানান, ওই মানববর্ম তৈরির কারণেই পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে আইএসের সৈন্যরা পালাতে পেরেছে। সাধারণ মানুষের গায়ে গুলি লাগার ভয়ে ভারী অস্ত্র চালাতে পারেনি যোদ্ধারা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএস যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের নিয়ে অন্তত ৫০০ গাড়ি মানবিজ শহর থেকে বেরিয়ে গেছে। তাদের গন্তব্য এখন উত্তর-পূর্বাঞ্চলীয় জারা ব্লুস শহর। তুরস্ক সীমান্তের কাছে এ শহর এখন আইএসের নিয়ন্ত্রণে রয়েছে।
২০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে