আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনের মধ্যে থেকে প্রথমে মৃত যাত্রী উদ্ধার। আর তার পরিচয় জানার জন্য সঙ্গে থাকা ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে এল এক কোটিরও বেশি টাকা। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে রেল পুলিশের কর্মকর্তাদের। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের খড়্গপুর রেল স্টেশনে।
রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকালে মুম্বাই থেকে হাওড়াগামী গীতাঞ্জলি এক্সপ্রেসের বিভিন্ন কামরায় আরপিএফ জওয়ানরা রুটিন অনুযায়ি তল্লাশি চালাচ্ছিলেন। তখনই এক যাত্রীকে দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। ডাকাডাকি করলেও ওই যাত্রী ওঠেননি। খড়্গপুর স্টেশনে ওই যাত্রীর দেহ নামানো হলে জানা যায়, তার মৃত্যু হয়েছে। এরপরে ওই যাত্রীর পরিচয় জানতে তার সঙ্গে থাকা তিনটি ব্যাগে তল্লাশি চালায় আরপিএফ।
মৃত যাত্রীর সঙ্গে থাকা দু’টি ট্রলি ব্যাগ খুলতেই রেল পুলিশের চক্ষু চড়কগাছ। ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে আসে অসংখ্য টাকার বান্ডিল। মৃত যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হওয়া একটি ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, তার নাম সুভাষচন্দ্র সুরানা। তার বয়স ৬৫। ছত্তিশগড়ের রায়পুর থেকে তিনি ট্রেনে উঠেছিলেন। নামার কথা ছিল হাওড়ায়। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে আরপিএফ।
ওই যাত্রীর ব্যাগে থাকা টাকা গুনে দেখা গিয়েছে, সেখানে এক কোটি টাকারও বেশি রয়েছে। এই বিপুল পরিমাণ টাকা নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। ঠিক কীভাবে ওই যাত্রীর মৃত্যু হলো, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে।-এবেলা
১৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই