আন্তর্জাতিক ডেস্ক : জমি দেখতে গিয়ে বাঘের খপ্পরে পড়েছিলেন এক নারী। প্রায় ২০ মিনিট ধরে বাঘের সঙ্গে লড়াই করে অবশেষে জিতলেন তিনি। তবে ক্ষতবিক্ষত হয়েছেন উত্তর প্রদেশের বরাইচের বিদ্যাবতী। তার চিৎকারে ততক্ষণে হাজির গ্রামবাসী। তবে বাঁচাতে নয়, বাঘ-মানুষের যুদ্ধ দেখতে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরাইচে।
বরাইচের কতরনিয়া ঘাট এলাকায় বরখড়িয়া সংরক্ষিত বনভূমিতে এই ঘটনাটি ঘটে। জানা গেছে আনন্দনগরের বাসিন্দা বিদ্যাবতী জঙ্গলের কাছের একটি জমিতে যান। সেখানে গিয়েই বাঘের খপ্পরে পড়েন তিনি। ভয় পেলেও বাঁচার জন্য বাঘের সঙ্গেই লড়বেন বলে মনস্থির করেন তিনি। প্রায় ২০ মিনিট বাঘের সঙ্গে লড়াই হয় তার।
বিদ্যাবতীর চিৎকারে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে হাজির হতেই পালিয়ে যায় বাঘটি। তড়িঘড়ি বনবিভাগকে খবর দেয়া হয়। বনবিভাগের এক কর্মকর্তা বিদ্যাবতীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এরপর তাকে অন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়।
প্রাণে বাঁচলেও বাঘের সঙ্গে লড়ে বেশ আহত হয়েছেন বিদ্যাবতী। ঘটনার কারণে বিনবিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।
১৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই