বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ১০:৫২:০১

মিনায় যুবরাজের গাড়ি বহরের ছবি প্রকাশ, সমালোচনার ঝড়

মিনায় যুবরাজের গাড়ি বহরের ছবি প্রকাশ, সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক : মিনায় পাথর নিক্ষেপের সময় সৌদি বাদশা সালমানের পুত্র মোহাম্মদ বিন নায়েফের বিশাল গাড়ি বহর প্রবেশের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। এতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে মুসলিম বিশ্বে।

মিনা ট্রাজেডিতে সৌদি প্রশাসনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনার পর সৌদি রাজতন্ত্রে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন খোদ রাজ পরিবারের এক সদস্য।

এদিকে হাজিদের মৃত্যু নিয়ে খেলা শুরু করেছে সৌদি আরব এমন মন্তব্য করেছে ইরান। এতে বহির্বিশ্বে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে জানায় তারা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের বিশাল গাড়ি বহর প্রবেশ করছে। শুরু থেকেই বিভিন্ন দেশ অভিযোগ করে আসছিল তার এই গাড়ি বহরের কারণে বিভিন্ন প্রবেশ পথ ও বহির্গমণ পথ বন্ধ করে দেয়ায় হাজিদের চাপ অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। এতে হাজিদের একে অপরের উপর পড়ে সাতশরও বেশি হাজি নিহত হয়।

তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি প্রশাসন। হজ থেকে দেশে ফিরে এই বিষয়ে পাকিস্তানি হাজিরাও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদেরও দাবি হাজিদের প্রবেশ ও বের হওয়ার বেশ কয়েকটি পথ বন্ধ করে দেয়া হয়েিেছল।

পাকিস্তানি হাজিরা জানান, গেট বন্ধ ছিল আমরা জানি । কিন্তু তার কারণ জানানো হয়নি। আচমকা ভিড় তৈরি হয়। সবকিছু পাল্টে দেয়। আমরা অনেক ভয় পেয়েছি। বুঝতেই পারিনি কী হয়েছে। পরে জানতে পারলাম যুবরাজের গাড়ি বহরের কারণে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে মিনাতে হাজিদের প্রকৃত মৃত্যুর সংখ্যা ধামা চাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়া আফখান অভিযোগ করেন হাজিদের প্রকৃত মৃত্যুর দায় এড়াতে চাচ্ছে সৌদি। পবিত্র ঘরের মেহমানদের নিয়ে সৌদি যে একগুয়েমিতা প্রকাশ করছে তাতে বিশ্বে তাদের ভাবমূর্তি ক্ষণœ হচ্ছে। সৌদি সরকার কোনভাবেই এতোগুলো মৃত্যুর দায় এড়াতে পারেনা।

এ ঘটনার পর সৌদি প্রশাসনের দায়িত্ব অবহেলার কারণে রাজতন্ত্রে পরিবর্তন আনার দাবি ওঠার পর এবার খোদ রাজ পরিবার থেকে এ দাবি জানিয়েছেন এক সদস্য।

মঙ্গলবার গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাতকারে বাদশা আবদুল আজিজ বিন সৌউদ এর এক নাতি বলেন, বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন নায়েফ যুবরাজ ও মোহাম্মদ বিন সালমান ডেপুটি হওয়ার কারণে সৌদি রাজতন্ত্রে এর প্রভাব বেশি। যার ফলে দুর্বল হয়ে পড়ছে অবকাঠামো। মক্কার মতো একটি পবিত্র জায়গায় দুর্ঘটনা প্রশাসনের জেষ্ঠ নেতাদের উপরেই বর্তায় বলে মন্তব্য করেছেন তিনি। সূত্র: সময় টিভি
০১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে