বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ১২:১৫:৫৩

হিজাব অনুমোদন করল স্কটল্যান্ড পুলিশ

হিজাব অনুমোদন করল স্কটল্যান্ড পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা বাহিনীতে মুসলিম নারীদের উৎসাহী করতে ইউনিফর্মে হিজাব অনুমোদনের ঘোষণা দিয়েছে স্কটল্যান্ড পুলিশ। আগে থেকেই স্কটল্যান্ড পুলিশে মুসলিম নারীরা তাদের মাথা ঢেকে রাখতে পারতেন। আনুষ্ঠানিক এ ঘোষণার ফলে এখন থেকে তারা ইউনিফর্মে ঐচ্ছিক পোশাক (অপশনাল) হিসেবে এটি ব্যবহার করতে পারবেন।

অবশ্য প্রায় এক দশক আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাদের ইউনিফর্মে হিজাবের অনুমোদন দিয়েছে।

স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, সেবার ক্ষেত্রে স্ব স্ব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব গড়ে তুলতে তারা কাজ করছে। এ সিদ্ধান্ত তারই ফল।

স্কটল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ফিল গর্মলে বলেন, এ ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। মুসলিম ও অন্য সম্প্রদায় এবং পুলিশ কর্মকর্তা ও অন্য স্টাফ যে সহায়তা করেছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি।

তিনি বলেন, অন্য চাকরি মতো বিশেষ করে জনসেবা খাতে আমরা সম্প্রদায়ভিত্তিক সেবা নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছি।

ফিল গর্মলে আশা প্রকাশ করে বলেন, ইউনিফর্মে হিজাব যোগ হওয়ায় পুলিশ বিভাগ আরও বৈচিত্রপূর্ণ হল। তারা তাদের মেধা, অভিজ্ঞতা ও ব্যক্তিগত প্রজ্ঞা দিয়ে স্কটল্যান্ড পুলিশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

আনুষ্ঠানিক এ ঘোষণাকে ২০১০ সালে মুসলিম পুলিশ সদস্যদের নিয়ে গড়ে ওঠা স্কটিশ পুলিশ মুসলিম অ্যাসোসিয়েশন (এসপিএমএ) স্বাগত জানিয়েছে।

সংগঠনটির প্রধান ফাহাদ বাশির বলেছেন, এ ঘোষণা সঠিক নেতৃত্বের ইতিবাচক পদক্ষেপ। স্কটল্যান্ড পুলিশ এ ধরনের উদ্যোগ নেয়ায় আমি আনন্দিত। বিভিন্ন সম্প্রদায় মিলে আমরা স্কটল্যান্ডের সেবাকে আরও এগিয়ে নিয়ে যাব।

তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে, মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা স্কটল্যান্ড পুলিশে কাজ করতে এখন আরও বেশি উৎসাহী হবে।

চলতি বছরের শুরুতে স্কটল্যান্ড পুলিশ কর্তৃপক্ষ এক প্রতিবেদনে দেখতে পায়, ২০১৫-১৬ সালে পুলিশে চাকরি জন্য মোট চার হাজার ৮০৯টি আবেদন জমা পড়েছে, যেখানে ১২৭ জন (২.৬ শতাংশ) বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে আবেদন করেছেন।
২৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে