আন্তর্জাতিক ডেস্ক : ন’বছর আগে শিশু দিবসে অপহরণ করা হয়েছিল তাকে৷ আশ্চর্যজনক ভাবে দশবছর পরে নিজের জন্মদিনেই আবার বাড়ি ফিরে এলো সে৷ দেশে ঘটে যাওয়া অপহরণ কাণ্ডগুলির মধ্যে অন্যতম হলো এই অপহরণ কাণ্ড৷ যা অনেকটা হিন্দি সিনেমার মতো, শেষটা খুশির৷
পুলিশ জানিয়েছে, বাচ্চাটির মা ফরিদা দিল্লির ভালসার বাসিন্দা৷ ২০০৭ সালের ১৪ নভেম্বর একটি হাসপাতাল থেকে হারিয়ে ফেলেন তার এক বছরের শিশুকে৷ ফরিদা নিজে জানিয়েছেন, তিনি হাসপাতালে এসেছিলেন ছেলের চিকিৎসার জন্য৷ মাত্র কিছু মুহূর্তের জন্য চোখের পলক হতেই দেখেন তার ছেলে হাসপাতাল থেকে উধাও৷ সবাই মিলে খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি শিশুটির৷ থানা-পুলিশ করা হলেও কোনো লাভ হয়নি৷ অবশেষে ২০০৯ সালে বন্ধ হয়ে যায় মামলার তদন্ত৷
কিন্তু তাও ছেলের ফেরার আসায় বুক বেঁধে ছিল বাবা-মা৷ রোজ আল্লার কাছে চলত প্রার্থনা৷ হাল ছাড়েননি তারা৷ আবারো পুলিশের দ্বারস্থ হন৷ আবার শুরু হয় তদন্ত৷ গত শনিবার তাদের নজরে এসেছিল একটি ছেলে, যার সঙ্গে হুবহু মিল পাওয়া যায় ওই নিখোঁজ হওয়া শিশুটির মুখের৷ বেশকিছু দিন শিশুটি যে বাড়িতে ছিল সেই বাড়ির প্রতি নজরদারি চালাচ্ছিল পুলিশ৷ সোমবার শিশুটির বাড়িতে তদন্তে পৌঁছায় পুলিশ৷ জানতে পারে দশবছর আগে তার বর্তমান বাব-মা একটি অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল শিশুটিকে৷
যদিও ওই পরিবারটির প্রতিবেশীদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জেনেছে ওই দম্পতিই অপহরণ করেছিল শিশুটিকে৷ ফলে গ্রেফতার করা হয়েছিল ওই দম্পতিকে৷ তাদের বিরুদ্ধে বাচ্চা পাচারের মামলাও দায়ের করেছে পুলিশ৷
২৫ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই