শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ১২:৪৬:১০

ইতালির যে অভূতপূর্ব মুহূর্ত ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে

ইতালির যে অভূতপূর্ব মুহূর্ত ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে

আন্তর্জাতিক ডেস্ক : এ যেন এক অভূতপূর্ব মুহূর্ত। ভূমিকম্পের পর ইতালির চারদিকে এখন ধ্বংসস্তূপ। সবাই আস্তে আস্তে তার ভেতর থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিচ্ছেন। এমন সময় ১৮ ঘণ্টা পর সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১০ বছর বয়সী একটি মেয়েকে। তার নাম জুলিয়া। তাকে নিয়ে শোকে পাথর মানুষের মধ্যে অন্য রকম এক আনন্দের ঢেউ। সে এক নাটকীয় দৃশ্য।

উদ্ধার করা জুলিয়াকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে এগিয়ে যাচ্ছেন একজন উদ্ধারকর্মী। তা দেখে আশেপাশে দাঁড়ানো অন্য উদ্ধারকর্মীরা হাততালি দিচ্ছেন। দূরে দাঁড়ানো উদ্বেগাকুল মানুষের যেন তর সইছে না। তাদের বেশির ভাগের চোখে তখন অশ্রু ছলছল। এমন দৃশ্য সৃষ্টি হয়েছে ইতালির ভূমিকম্প বিধ্বস্ত এলাকায়। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে কোনো অকস্মাৎ ক্ষীণ কণ্ঠ শুনতে পান একজন উদ্ধারকর্মী।

তিনি অন্যদের জানান তা। বলেন, এখানে এই ধ্বংসস্তূপের ভেতর তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ। শান্ত হয়ে শোনার চেষ্টা করো। বলতে বলতে তিনি দু’হাতে সরাচ্ছিলেন আবর্জনা। মাথার ওপরে তখন বিশাল এক লোহার বিম। ধ্বংসস্তূপে ছেয়ে আছে স্থানটি। তিনি আবর্জনা সরাতে সরাতে দেখতে পান দুটি পা। শুধুই দুটি পা দেখা যাচ্ছে। এটা কোনো শিশুর পা তিনি নিশ্চিত হয়ে যান। খুব সতর্কতার সঙ্গে তিন/চারজন উদ্ধারকর্মী শুরু করেন উদ্ধার অভিযান। তারা আস্তে আস্তে আবর্জনা সরিয়ে ফেলেন।

তারা শিশুটিকে আহ্বান জানান, জুলিয়া এসো। এখন তুমি নিরাপদ। বেরিয়ে এসো। তারা জীবিত তুলে আনেন ওই বালিকাকে। একজন উদ্ধারকর্মী তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ছুটে যান জরুরি সেবা দেয়ার জন্য। এ সময় হাসি-আনন্দ-কান্নার এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয় সেখানে। এমন দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, বিভিন্ন মিডিয়ায়।

এদিকে ইতালিতে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবরে বিশ্বজুড়ে যখন উদ্বেগ বিরাজ করছে, তখন মিয়ানমারে হয়ে গেল শক্তিশালী এক ভূমিকম্প।  এ ভূমিকম্পে একসঙ্গে কেঁপে উঠল চার দেশ।

মিয়ানমারে হওয়া ভূমিকম্প অনুভূত হয় দেশটির প্রতিবেশী তিন দেশ- থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশে। বুধবার বাংলাদেশ সময় ৪টা ৩৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ওদিকে ইতালিতে ভূমিকম্প হয় এর প্রায় ১৩ ঘণ্টা আগে, সেদেশের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৩৬ মিনিটে।

বুধবার ইতালির পার্বত্য এলাকায় ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে।

ইতালি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির সংবাদে বলা হয়েছে, ২৪০ জনের বেশি নিহত হয়েছেন এবং অন্তত ৩৬৮ জন আহত হয়েছেন।   

ধারণা করা হচ্ছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিজে আটকা পড়ে আছে। প্রায় ৪ হাজার ৩০০ উদ্ধারকর্মী অভিযানে নিয়োজিত। খালি হাতের পাশাপাশি তারা ভারি যন্ত্রপাতিও ব্যবহার করছেন।
২৬ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে