শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ১০:০০:২৫

৫০ দিন কারফিউ, কাশ্মীরে ক্ষতি প্রায় ৭ হাজার কোটি

৫০ দিন কারফিউ, কাশ্মীরে ক্ষতি প্রায় ৭ হাজার কোটি

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর জের ধরে একটানা অশান্তির কারণে কাশ্মীরের অর্থনীতি প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে। বণিকসভার হিসেবে, গত ৪৯ দিনে কাশ্মীরে আর্থিক ক্ষতির পরিমাণ ৬,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে একটানা বিক্ষোভ আন্দোলন এবং তার জের ধরে একটানা চলা কারফিউয়ের প্রভাব পড়েছে ব্যবসায়। পর্যটক আসা বন্ধ হওয়ায়, স্বাভাবিক কারণেই পর্যটন ব্যবসা লাটে উঠেছে।

গত ৮ জুলাই কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার বুরহান ওয়ানি। তার জের ধরেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ লেগে রয়েছে। ৪৯ দিনে মত্যু হয়েছে ৬৬ জনের। আহত হাজারেরও বেশি।

নিরাপত্তা বাহিনীর গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে একটানা বন্ধ রাখা হয় দোকানপাঠ। অফিস থেকে শরু করে সরকারি সব রকমের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাাখা হয়েছে পেট্রোলপাম্পও। পর্যটকদের জন্য হোটেল তো আগেই বন্ধ করে দেয়া হয়েছে। যার জের পড়েছে পর্যটননির্ভর এই রাজ্যের অর্থনীতিতে।

কাশ্মীর ট্রেডার্স অ্যান্ড মেনুফ্যাকচারার্স ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ইয়াসিন খান জানান, প্রতিদিনের ক্ষতির পরিমাণ প্রায় ১৩৫ কোটি। গত ৪৯ দিনে ক্ষতি হয়েছে ৬,৪০০ কোটি টাকারও বেশি। বিগত ছয় মাস আগের ব্যবসার নিরিখেই এই হিসেব দেয়া হয়েছে।

গত দেড় মাসে সরকারের ৩০০ কোটি টাকার বেশি রেভেনিউও নষ্ট হয়েছে। কারণ বিক্রয় কর, আয়কর আদায় পুরোপুরি বন্ধ।-টাইমস অফ ইন্ডিয়া
২৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে