আন্তর্জাতিক ডেস্ক : দুষ্টামি আক্ষরিক অর্থেই 'তিক্ত অভিজ্ঞতা'। তাই স্কুলে দুষ্টুামি করলেই এই তিতা পাতা খাওয়ার শাস্তির মুখে পড়তে হবে ছাত্র-ছাত্রীদের। হ্যাঁ, এমনই আজব শাস্তির নির্দেশ দিয়েছেন ভারতের সুরাতের ডায়মন্ড সিটির বিদ্যাকুঞ্জ স্কুলের প্রিন্সিপাল। স্কুলে কথা না শুনলে স্কেলের বাড়ি, কানমলা, বেঞ্চের ওপর দাঁড়ানো, স্কুলের মাঠে কয়েক পাক দৌড়নোর মতো শাস্তি তো বরাবরের মতোই হয়ে থাকে। আর তা নিয়ে শাস্তি পাওয়া ছাত্র-ছাত্রীদের বাবা-মারা স্কুলে এসে গোলমালও কম করেন না। কিন্তু স্কুলে দুষ্টুামি করলে নিম পাতার রস খাওয়ানো শুনেছেন কখনো?
গত ২০ দিন ধরে ডায়মন্ড সিটির বিদ্যাকুঞ্জ স্কুলে চালু হয়েছে এই তিতা পাতার রস খাওয়ানোর শাস্তি। কাজও হচ্ছে ম্যাজিকের মতো। নিমপাতার রস খাওয়ার ভয়ে অনেক দুষ্টু ছাত্র-ছাত্রীই তাদের দুষ্টামি বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল মহেশ প্যাটেল। অবাধ্য ছাত্র-ছাত্রীদের শাস্তি হিসেবে এক বারে এক কাপ নিম পাতার রস খেতে দেয়া হয়। বেশিরভাগ ছাত্র-ছাত্রীর কাছেই এই রস একটা আতঙ্কের মতো হয়ে দাঁড়িয়েছে।
নিমপাতার রস শরীরের জন্যও অত্যন্ত উপকারী। এর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল উপকরণ রয়েছে। এমনকি ক্যান্সারের মতো মারণ অসুখের সঙ্গে নিমরস লড়াই করতে পারে। এরকম একটি স্বাস্থ্যকর পানীয় ছাত্র-ছাত্রীদের শাস্তি হিসেবে খেতে দেয়ায় অভিভাবকরাও খুশি।
২৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই