আন্তর্জাতিক ডেস্ক : প্রথম ফেসবুকে পরিচয়। তার পর সেই আস্তে আস্তে প্রেমের দিকে গড়ায়। তারপর নেয়া হয় বিয়ের সিদ্ধান্ত। ফেসবুকে স্ট্যাটাস, সিঙ্গল থেকে পাল্টে হয়েছিল ডাবল। কিন্তু শেষ হলো আত্মহত্যায়! শ্বশুর বাড়ির বিরুদ্ধে সেই মৃত নারীর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। বাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন।
জানা গেছে, মেয়ের বাড়ি ভারতের বর্ধমানের কালনায়। ছেলে পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা। পরিচয় হয়েছিল ফেসবুকে। প্রগাঢ় সেই পরিচয় শেষ পর্যন্ত গড়ায় বিয়েতে। বাড়ি থেকে পালিয়ে কাঁথির কেবু দেবনাথেকে বিয়ে করেন কালনার ওই তরুণী। কিন্তু বছর কাটতে না কাটতেই শোনা যায় মৃত্যুর সংবাদ।
অভিযোগ এর আগেও ফেসবুকে ফাঁদ পেতে কেবু আরো দুটি বিয়ে করেছিল। সেই দুই তরুণী পালিয়ে প্রাণরক্ষা করেছেন। কালনার তরুণী পারেননি। চার মাসের অন্তসত্ত্বা ছিলেন তিনি। অভিযোগ, দাবি মত টাকা না পেয়ে, তরুণীকে না খাইয়ে রাখা হত শ্বশু বাড়ির লোকেরা। টানা ন'দিন খাবার না পেয়ে, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে, আত্মহত্যার পথই বেছে নেন কালনার মেয়েটি। কাঁথি মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। ঘটনার পর থেকেই বাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে কেবু দেবনাথসহ তার পরিবার।-জিনিউজ
২৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই