অঞ্জন বন্দ্যোপাধ্যায় : কাশ্মির উপত্যকা আর ছটফট করবে না ছররার আঘাতে। ছররা বন্দুক অর্থাৎ পেলেট গান আর নয়। সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিক্ষোভ নিয়ন্ত্রণে তার বদলে বিকল্প অস্ত্রের প্রস্তাবনা হয়েছে। পাভা শেল।
পেলেট গানের নল থেকে ছিটকে আসা অসংখ্য ছররা যেমন মুখ-চোখ-নাক-ত্বক ক্ষতবিক্ষত করে বিঁধে যায় শরীরের বিভিন্ন স্থানে, এ বার থেকে নাকি আর তেমন হবে না। পাভা শেল শুধু লঙ্কাগুঁড়োর মতো জ্বলুনি ধরাবে।
এই সিদ্ধান্তকে ‘সাধুবাদ’ না জানিয়ে আর কী বা করার আছে? অনেক মাথা ঘামানোর পরই নিশ্চয়ই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অতএব, এ সিদ্ধান্তও ফলপ্রদায়িনী হবে। ঠিক যেমন ভাবে ফলপ্রদায়িনী হয়ে উঠেছে অমিত শাহের কাশ্মীর নীতি। সে নীতির প্রণয়নও তো অনেক মাথা ঘামিয়ে করা হয়েছিল।
এত বিক্ষোভ, এত হিংসা, এত রক্তপাত কাশ্মীরে। কাকে দোষী ঠাওরানো হল? পেলেট গানকে! সেই নাকি যত নষ্টের গোড়া। নষ্টের এই গোড়াটা চিহ্নিত করে ফেলার পর কেউ বলছেন, তিনি দুঃখিত, কেউ বলছেন, তিনি যন্ত্রণায় অভিভূত, কেউ বলছেন, ছররা আর নয়। কিন্তু ভুলেও কেউ এক বারও বলছেন না, গোলমালটা আসলে অমিত শাহদের কাশ্মীর নীতিতেই।
কট্টর হিন্দুত্বের লাইন আর কট্টর জম্মু লাইন নিয়ে কাশ্মীরের উপর ঝাঁপিয়ে পড়া গেলেই সব ‘ঠান্ডা’ হয়ে যাবে। ভেবেছিলেন বিজেপি সভাপতি ও তার অনুগামীরা। ভারতও এতএব সেই লাইনেই চললো। নয়া নীতি ফলপ্রদায়িনীও হল। বিষবৃক্ষে যে ফল হয়, সেই ফলই মিললো।
কট্টর হিন্দুত্ব দিয়ে গুজরাতে পর পর কয়েকটি নির্বাচনে সাফল্য আসতে পারে। কট্টর হিন্দুত্ব উত্তরপ্রদেশে এক বার ঝড় তুলে ৮০টি আসনের ৭৩টি অমিত শাহের ঝুলিতে ভরে দিতে পারে। কিন্তু, কট্টর হিন্দুত্ব দিয়ে তা বলে কাশ্মীরের সমস্যাও অচিরেই মিটিয়ে ফেলা যায়, এমন ভাবনা আসলে চরম অনভিজ্ঞতাজনিত। কট্টরবাদ যে এমন ব্যুমেরাং হয়ে ফিরবে, উপত্যকা যে আগুন হয়ে উঠবে, তা বোঝার মতো দূরদৃষ্টি বা অভিজ্ঞতা বিজেপি সভাপতির নেই।
‘শাহি’ অনভিজ্ঞতা আর অদূরদর্শিতার মাশুল চোকাচ্ছে কাশ্মীর। মাশুল চোকাচ্ছে গোটা ভারত। মান বাঁচাতে এখন ছররাকে খল সাজিয়ে সুর নরম করার চেষ্টা। ভাল কথা, উপত্যকা ছররা মুক্ত হওয়াই শ্রেয়। কিন্তু কাশ্মীর নিয়ে পরবর্তী নীতি নির্ধারণের প্রক্রিয়াটাও অনভিজ্ঞতামুক্ত হওয়াই শ্রেয়। দিল্লী সাউথ ব্লককে সে কথা মাথায় রাখতে হবে। -আনন্দবাজার
২৭ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস