শনিবার, ২৭ আগস্ট, ২০১৬, ১১:১৩:৫৩

ভূমিকম্পে ইতালিতে নিহতের সংখ্যা বেড়ে ২৮১, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

ভূমিকম্পে ইতালিতে নিহতের সংখ্যা বেড়ে ২৮১, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে দেশটির সরকার। শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে ৪০ জনের শেষকৃত্য।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৮১ জনের মধ্যে এখন পর্যন্ত ১৮১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে ২১ জন শিশু। সবচেয়ে কমবয়সী নিহতের বয়স সাড়ে পাঁচ মাস আর সবচেয়ে জ্যেষ্ঠ নিহতের বয়স ৯৩ বছর। নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, ৩৮৮ জন আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টা ৩৬ মিনিটে শক্তিশালী ভূমিকম্প হয় ইতালির বিভিন্ন শহরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬.২ মাত্রার ওই ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রোমের উত্তর-পূর্বের রেইতি নামক একটি স্থান। এটির উৎপত্তিস্থল ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে।

৬.২ মাত্রার ভূমিকম্পের পর থেকে থেমে থেমে অন্তত এক হাজার ৫০ বার আফটার শক অনুভূত হয়েছে। যা উদ্ধার কাজকে ব্যাহত করেছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।

ভূমিকম্পের পর তিনদিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা নেই বলেই মনে করা হচ্ছে। তবে এখনও ধ্বংসস্তূপে কেউ জীবিত রয়েছেন কিনা, সেজন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইতোমধ্যে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাঁচ হাজারেরও বেশি উদ্ধারকারী অভিযানে অংশ নিয়েছেন।

এদিকে, ভূমিকম্পে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেছে ইতালির সরকার। শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় ৪০ জনের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আমাত্রিসের পার্শ্ববর্তী শহর আসকোলি পিচেনোতে। তাদের কফিসে ইতালির পতাকা জড়িয়ে সম্মান জানানো হবে। দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
২৭ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে