আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সঙ্গে নদীর পানি বন্টন বিষয়ে ভারতের একপেশে নীতি নিয়ে প্রশ্ন তুললেন দেশটির অঙ্গরাজ্য ত্রিপুরার রাজ্যপাল শ্রী তথাগত রায়।
শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত ‘ক্রস বর্ডার টেররিজম ইন বাংলাদেশ: ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়া’র বর্ডার স্টেটস’ শিরোনামে এক কনক্লেভে উপস্থিত হয়ে ভারত থেকে বাংলাদেশের নদীর ন্যায্য পানি পাওনা উচিত বলে মনে করেন পশ্চিমবঙ্গে সাবেক রাজ্য বিজেপির সভাপতি তথাগত রায়।
তিনি বলেন ‘পানির ওপর নদীর নিম্ন তীরবর্তী রাষ্ট্রের অধিকার অস্বীকার করা যায় না। আন্তর্জাতিক নদীগুলি দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেক্ষেত্রে যে রাষ্ট্র নদীর নিচের দিকে অবস্থান করে সেটিকেই নিম্ন তীরবর্তী দেশ বলে। এখন এই নিম্ন তীরবর্তী দেশের পানির ওপরে সম্পূর্ণ অধিকার আছে, এটা কখনও অস্বীকার করা যায় না। পাকিস্তানের সঙ্গে নদীর পানি বন্টনের ক্ষেত্রে ভারতও তা অস্বীকার করেনি, এমনকি সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও পাকিস্তানকে চেনাব, ঝিলাম, রাভি, বীস ও সাতলেজ-এই পাঁচটি নদীর পানি বন্টন বন্ধ করেনি ভারত’।
ত্রিপুরার রাজ্যপাল বলেন, ‘১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরও দুই দেশের চুক্তি অনুযায়ী ভারত যদি পাকিস্তানকে পানি বন্টন করতে পারে তবে বন্ধুপ্রতিম রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে হবে না কেন। তাই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি ঘটাতে এবং তারাও যাতে ন্যায্য পরিমান পানি পায় সেটা দেখা উচিত’।
চলতি বছরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে বাংলাদেশের মহান জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তথাগত রায় বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে এই ভিসা প্রক্রিয়া কেন চালু থাকবে? ভিসা প্রক্রিয়া শিগগির তুলে দেওয়া দরকার। ভিসা প্রক্রিয়া তুলে দেওয়ার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রালয়ের কাছে আর্জি জানাবো।
২৮ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস