আন্তর্জাতিক ডেস্ক : থানা নাকি ডান্স ক্লাব, বোঝা মুশকিল। জন্মাষ্টমীর দিন ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়ার একটি থানায় যা ঘটল, তাতে স্থানীয়রা এভাবোই সমালোচনার আঙুল তুলছেন। দেওরিয়ার ভাতনি পুলিশ স্টেশনে জন্মাষ্টমীর দিন অশালীন নাচগানের আয়োজন করে পুলিশ। অনেক রাত পর্যন্ত চলে পার্টি। শাড়ি পরে নাচে পুলিশ। এ ঘটনায় পুরো উত্তরপ্রদেশে চলছে তোলপাড়।
নাচের তালে কোমর দোলাতেও দেখা যায় পুলিশকে। অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে কেউ পুরো বিষয়টির ভিডিও করেন। এবং পরে তা সোশাল সাইটে আপলোড করে দেন। ঘটনা সামনে আসতেই হইচই শুরু হয়।
ঘটনার জেরে ৪ পুলিশ অফিসারকে় সাসপেন্ড করা হয়েছে। দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। এধরনের ঘটনা রাজ্যে এই প্রথম নয়। এর আগেও একটি থানায় বার ড্যান্সারদের সঙ্গে নেচে বিতর্কে জড়িয়েছিল পুলিশ।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম