আন্তর্জাতিক ডেস্ক : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্য বাড়াল এক যুবকের উপস্থিতি। সকালেই তাকে দেখা যায় প্রথমে যে ঘরে আগুন লাগে, ভিআইপি এসি কেবিনে সেই ঘর লাগোয়া এসি মেশিনে তাকে কিছু করতে দেখা যায়। এরপর সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে, দ্রুতই ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে। কোনও উত্তর তে তড়িঘড়ি চম্পট দেয়। যুবকের উপস্থিতি ঘিরে দেখা দিয়েছে বেশকিছু প্রশ্ন।
এদিকে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করলেন সিআইডি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন ডিআইজি সিআইডি ডি এল মিনা। প্রতিনিধি দলে ছিলেন জেলা পুলিস সুপার মুকেশ কুমার।
প্রতিনিধি দলটি প্রথমে হাসপাতালের ভিআইপি এসি কেবিনটি ঘুরে দেখেন। এখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে। এরপর তিনতলায় শিশু ওয়ার্ডটিও ঘুরে দেখেন সিআইডি প্রতিনিধি দলের সদস্যরা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেছেন তদন্তকারি দল।
অন্যদিকে পরিষেবা খতিয়ে দেখতেই সকালেই হাসপাতালে হাজির সদর মহকুমা শাসক দিব্যনারায়ণ চ্যাটার্জি। হাসপাতালের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। যদিও গতকালের ভয়াবহতার রেশ কাটেনি হাসপাতালের রোগীদের। স্বাস্থ্য সচিবের নেতৃত্বে তৈরি হয়েছে বিশেষ তদন্ত কমিটি। গোটা ঘটনা খতিয়ে দেখে ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট পাঠাবে এই কমিটি।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম