আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যুৎ ও রাস্তার দাবিতে পথ অবরোধ। তার জেরে রণক্ষেত্রের রূপ নিল ফারাক্কা।
৩৪ নম্বর জাতীয় সড়ক আজ রণক্ষেত্রে রূপ নিল।
পথ অবরোধ থেকে তুলকালাম কাণ্ড। পুলিশের গুলি। অনেকদিন থেকেই এ এলাকায় বিদ্যুতের অভাব নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আসছেন।
বারবার বিদ্যুৎ দফতরের কাছে আবেদন জানিয়েও কাজ হচ্ছে না এ অভিযোগে রোববার সকাল থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর জিগড়ির মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
অবরোধ তুলে নিতে সেখানে পুলিশ গেলে প্রথমে বচসা বাধে। এরপর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয় মানুষ পুলিশের গাড়ি ভাঙচুর করে। ইটের আঘাতে পুলিশের আইসিসহ ৬ পুলিশকর্মী জখম হন। পাল্টা গুলি চালায় পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের গুলিতে দু’জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কংগ্রেস বিধায়ক মইনুল হকের দাবি, একজনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ৩৪নং জাতীয় সড়কের যান চলাচল। বহু মানুষ গাড়ি থেকে নেম মাঠে আশ্রয় নেন।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম