আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে বিধ্বস্ত ইটালির পুনর্গঠনে দেশটির সরকার এক অভিনব আহ্বান জানিয়েছে জনগনকে। রোববার ছুটির দিনে দেশটির যাদুঘর আর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো দর্শনের আহ্বান জানানো হয়েছে মানুষজনকে। আর সেই দর্শনীর টাকা সোজা চলে যাবে সরকারের পুনর্গঠন তহবিলে।
গত সপ্তাহে ৬.২ মাত্রা ভূমিকম্পে দেশটির ২৯৩টি সাংস্কৃতিক ভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন চার্চ এবং মধ্যযুগের দর্শনীয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোনটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। মারা গেছেন ২৯১জন মানুষ।
এখন দেশের অন্যান্য স্থানে ঠিকঠাক থাকা যাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো যদি ছুটির দিনে মানুষ ঘুরে দেখতে যান, তাহলে সেটি একটি বিশেষ তহবিল গড়ে তুলতে সাহায্য করতে পারবে।
আর এভাবেই ইটালির এই মূহুর্তে পরিবার-পরিজনহীন ও গৃহহীন মানুষের সাথে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দারিও ফ্রান্সেশ্চিনি।
এর আগে ইতিমধ্যেই দেশটিতে টেক্সট মেসেজ পাঠানোর মাধ্যমে কয়েক মিলিয়ন অর্থ সংগ্রহ করা হয়েছে।-বিবিসি
২৭ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই