রবিবার, ২৮ আগস্ট, ২০১৬, ০৯:১০:০৫

৮২ বছর পর নিজের মেয়েকে খুঁজে পেলেন মা!

৮২ বছর পর নিজের মেয়েকে খুঁজে পেলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক : দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সন্তান জন্ম দেয়ার বেদনা একমাত্র মা-ই ভালো জানেন।  নিজে খেয়ে না খেয়ে সন্তানকে ভালো রাখার চেষ্টা করেন প্রতিটি মা।  কিন্তু সেই সন্তানের মুখ যদি মা দেখতে না পান এর চেয়ে আর দুঃখ তার নেই।

এমনই এক মা যিনি কোনো কারণে নিজের সন্তানের মুখ ৮২ বছর দেখতে পাননি।  নিউইয়র্কের সেই নারী ৮ দশক পর মেয়ের দেখা পান।  মেয়ের বয়স এখন ৮২ বছর আর মা'র বয়স ৯৬।
 
১৯৩৩ সালে মাত্র ১৪ বছর বয়সে মা হয়েছিলেন লিনা পের্সি নামের ওই নারী।  তার মেয়ের নাম রাখেন ইভা মে।  কিন্তু এত ছোট বয়সে সন্তান দেখাশোনা করা সম্ভব নয় তাই ছোট্ট ইভাকে নিয়ে যাওয়া হয় হোমে।

ইভার বয়স ছিল তখন ৬ মাস।  পরে সেখান থেকে ইভাকে এক দম্পতি দত্তক নেন।  তারা ইভার নতুন নাম দেন বিটি মরেল।
 
পরে ইভার মায়ের আগের সংসার ভেঙে যায়। নতুন করে বিয়েও হয় তার।  এই ঘরে ৭টি সন্তান হয় লিনার।  কিন্তু প্রথম সন্তানের কথা ভুলতে পারেননি তিনি।
 
ইভার সঙ্গে দেখা করতে চেষ্টা করেন লিনা।  ইভার দত্তক বাব-মাও তার ২০ বছর বয়সে পরপারে পাড়ি জমান।  একা হয়ে যান তিনি।  পরে তিনিও তার মাকে খুঁজতে থাকেন।
 
হোমেও গিয়েছিলেন ইভা।  ৮২ বছর পর নতুন করে শুরু হয় বিটি থেকে ইভা হওয়ার লড়াই।  অবশেষে একদিন ইভা তার মা লিনাকে খুঁজে পান।  তার মা এখনো বেঁচে আছেন জানতে পেরে অবাক হয়ে যান ইভা।
 
পরে মায়ের সঙ্গে দেখা করার দৃঢ় সংকল্প করেন ইভা।  অবশেষে ৮২ বছর পর নিউইয়র্ক বিমানবন্দরে দেখা হয় মা-মেয়ের।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে