আন্তর্জাতিক ডেস্ক : হল্যান্ডের ডানপন্থী দল তাদের ইসলামবিরোধী কার্যক্রম অব্যাহত রেখে সেদেশে মসজিদসমূহ বন্ধ করে দেবে এবং মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন মাজিদকে নিষিদ্ধ করবে বলে জানিয়েছে। এই দল আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছ; আর এ জন্য তারা এধরণের ইসলাম বিদ্বেষী প্রচারণা চালাচ্ছে।
আগামী বছরে হল্যান্ডের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য হল্যান্ডের ডানপন্থী দল মনোনয়ন পেয়েছে। ইসলাম বিরোধী এই দল ২০১৭ সালের মার্চ মাসের নির্বচনে জয় হলে সেদেশের সকল মসজিদ বন্ধ করে দেবে এবং মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনকে স্থায়ী ভাবে নিষিদ্ধ করবে বলে ঘোষণা করেছে।
হল্যান্ডের সংসদ সদস্য 'গ্রেট ইউলর্ডিস' এই দলের একজন অন্যতম সদস্য। ইউলর্ডিস এর পূর্বেও মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এবং পবিত্র গ্রন্থ কোরআনের অবমাননা করেছে।
ম্যানিফেস্টো প্রকাশিত এক বিবৃতিতে এই দল ঘোষণা করেছে, আগামী বছরের মধ্যে হল্যান্ডে সকল মসজিদের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।-ইকনা
২৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই