রবিবার, ২৮ আগস্ট, ২০১৬, ১০:৫৫:২১

অবশেষে বুরকিনির পক্ষে রায় দিল ফ্রান্সের আদালত

অবশেষে বুরকিনির পক্ষে রায় দিল ফ্রান্সের আদালত

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ফ্রান্সের 'ভিলিনিয়াভ লাবেট' শহরে বুরকিনি বা পুরো-শরীর-ঢাকা সাঁতারের পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু সেদেশের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে বুরকিনি নিষেধাজ্ঞার বিষয়টি আইনসংগত নয়।
তাই বুরকিনির পক্ষে রায় দিল ফ্রান্সের আদালত।

ফ্রান্সের সুপ্রিম কোর্ট ২৬ আগস্ট এই ঘোষণা করেছে। অবশ্য এই রায় শুধুমাত্র ভিলিনিয়াভ লাবেট শহরের জন্য প্রযোজ্য। এই শহর ছাড়াও এখনো অপর ৩০টি সমুদ্র সৈকতবর্তী এলাকায় বুরকিনি ওপর নিষেধাজ্ঞা বহল রয়েছে।

মানবাধিকারের দুইটি দল আদালতে এই আহ্বান জানিয়েছে যে, বুরকিনি নিষেধাজ্ঞা ব্যক্তি স্বাধীনতাকে লঙ্ঘন করে। ফ্রান্সের অনেক নাগরিক এই ইসলামী পোশাকের বিরোধিতা করেছে, যা নিজেদের আইনের পরিপন্থী।

আদালতের এই রায়ের অর্থ হচ্ছে, ফ্রান্সের যেসব শহরে বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে - তার সবগুলোই এর আওতায় পড়বে এবং নিষেধাজ্ঞা সম্ভবত বাতিল হয়ে যাবে।

তবে আদালতের রায়ের পরে এখনো কিছু শহরে অনেকেই স্বাধীন ভাবে বুরকিনি পরার বিরোধিতা করছে।

ইতিমধ্যে, এক মুসলিম নারী বুরকিনি পরলে, ফ্রান্সের পুলিশ তার ওপর ক্ষিপ্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশের বাধার পর এই নারীর ওপর পথচারীরা হাত তোলে এবং ১১ ইউরোর সমতুল্য জরিমানা করা হয়।
২৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে