সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৫:০৭:৩৬

ভালোবাসা দিয়ে কাশ্মীরকে জয় করতে হবে : মোদি

ভালোবাসা দিয়ে কাশ্মীরকে জয় করতে হবে : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ‘একতা’ (ঐক্য) ও ‘মমতা’ (ভালোবাসা)— এই দু’টি মন্ত্র দিয়েই কাশ্মীরকে জয় করতে হবে। আর এ বিষয়ে যে সব দলই সম্মতি দিয়েছে রবিবার ‘মন কি বাত’-এ বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কাশ্মীর অশান্ত করে তুলতে যারা ইন্ধন জোগাচ্ছে তাদের উদ্দেশেও কড়া বার্তা দেন তিনি। মোদি বলেন, ‘যারা এই কাজ করছে এক দিন তাদের কাশ্মীরের তরুণ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।’

কাশ্মীরের পরিস্থিতি এখনও ঠিক হয়নি। ৫১ দিন হয়ে গেল এখনও সংঘর্ষ চলেছে সেখানে। প্রতিদিন কেউ না কেউ আহত হচ্ছেন— নিরাপত্তাবাহিনীর জওয়ান হোক, সাধারণ মানুষ। তাই মোদির বার্তা, ‘কাশ্মীরে কোনও প্রাণহানি হলে সেটা সারা দেশের ক্ষতি।

রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বৈঠক করেন মোদির সঙ্গে। অন্য দিকে, ঘরোয়া আলোচনার মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী নেতাদের কাছে পৌঁছে কাশ্মীর-পরিস্থিতি শান্ত করতে চাইছে ভারত সরকার।

এ দিকে কাশ্মীর নিয়ে ভারতকে চাপে রাখতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান। ২২ জনের একটি প্রতিনিধি দলও তৈরি করেছে তারা যাতে কাশ্মীর নিয়ে ভারতের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে খাটো করা যায়। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবরের কথায়, ‘২২ জনকে দিয়ে ২২ বার বা ২২ হাজার বার বলালেই মিথ্যা সত্যি হয়ে যায় না।’
২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে