সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৮:১৪:২৪

নিজে পানিতে ডুবে ছেলেকে বাঁচালেন মা

নিজে পানিতে ডুবে ছেলেকে বাঁচালেন মা

আন্তর্জাতিক ডেস্ক : ছেলেমেয়ের সঙ্গে হাউজ়বোটে করে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ একটা আওয়াজ আর লেকের পানি ছিটকানোর আওয়াজ পেলেন। ঘুরে দেখলেন তার দু’বছরের ছেলে লেকে পড়ে গেছে। নিজের ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন চেলসে রাসেল নামে ওই মহিলা।

ঘটনাটি ঘটেছে অ্যামেরিকার সল্টলেক সিটিতে। চেলসে রাসেলের বাড়ি কলোরাডোর লেকউডে।

নিজের দুই ছেলেমেয়েকে নিয়ে হাউজ়বোটে করে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। বোটে অন্য আত্মীয়রাও ছিলেন। লেক পাওয়েলে তাদের বোটটি ঘোরাফেরা করছিল। অন্য এক শিশুর সঙ্গে খেলতে খেলতে চেলসের ২ বছরের সন্তান পানিতে পড়ে যায়। তা বুঝতে পেরেই জলে ঝাঁপ দেন তিনি। প্রায় পাঁচ মিনিটি নিজে ডুবে থেকে ছেলেকে পানির উপর তুলে রাখেন। তারপর এক ভাই শিশুটিকে বোটে তোলেন।

কিন্তু, ততক্ষণে অচেতন হয়ে পড়েন চেলসে। তাকেও পানি থেকে তোলা হয়। নিয়ে যাওয়া হয় লেকের পাড়ে। সেখান থেকে হাসপাতালে। কিন্তু অনেক চেষ্টার পরও তাকেও বাঁচানো যায়নি। গ্লেন ক্যানিয়ন ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আরিজ়োনা থেকে ২০০ মাইল দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে