সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৪:৪৯:১৪

বিবাহ বিচ্ছেদের বিষয়ে যে ফতোয়া দিল ভারতের হজরত আলি দরগা

বিবাহ বিচ্ছেদের বিষয়ে যে ফতোয়া দিল ভারতের হজরত আলি দরগা

আন্তর্জাতিক ডেস্ক : নারীরাও এবার থেকে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে৷ এমনই ফতোয়া জারি করল ভারতের হজরত আলি দরগা৷ সেখানে বলা হয়েছে. কোনো স্বামী যদি স্ত্রীর উপর নেশাগ্রস্ত অবস্থায় অথবা সাধারণ ভাবে যে কোনো অত্যাচার করে তবে সেই স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে পারবে স্ত্রী৷

জানা গিয়েছে এই দরগাতে একটি সেমিনার চলাকালীন কানপুরের এর বাসিন্দা মেয়েদের বিবাহ বিচ্ছেদের অধিকার পাওয়া নিয়ে প্রশ্ন করেন৷ তখনই দরগার পক্ষ থেকে ফতোয়া জারি করে বলা হয় যে মেয়েরাও এবার থেকে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে৷ তবে এক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে৷ স্বামী নেশাগ্রস্ত অবস্থায় অত্যাচার করলে তবে বিবাহ বিচ্ছেদ ঘটানো যাবে৷ এছাড়া স্বামী হিসেবে তার কর্তব্য বজায় রাখতে গাফিলতি থাকলেও কোনো মহিলা বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে৷
২৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে