সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৪:৫৮:৪৮

মায়ের প্রেমিকের হাতে প্রাণ হারাল ২ বছরের শিশু

মায়ের প্রেমিকের হাতে প্রাণ হারাল ২ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক : মুদিখানার দোকানে জিনিস কেনাকাটি নিয়ে ঝগড়া শুরু হয় এক মহিলা ও তার প্রেমিকের। আর সে কারণেই প্রেমিকার ২ বছরের শিশুপুত্রকে প্রাণে মেরে ফেললেন সেই প্রেমিক।

ঘটনাটি ঘটে নিউ জার্সির ক্যামেডন কাউন্টি-তে। কিন্তু কী এমন ঘটেছিল, যার জন্য প্রাণ দিতে হলো এই ছোট্ট শিশুকে? প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, তার মাকে ঝগড়া করতে দেখে খুব কাঁদছিল ২ বছরের ছোট্ট জামিল বাস্কেরভিল। আর তা কিছুতেই সহ্য করতে পারেননি অভিযুক্ত প্রেমিক জ্যাকারি ট্রাইকোচে। তাই তিনি জামিলকে বলেন মাথার উপরে হাত তুলতে। আর সজোরে তার পেটে ঘুঁষি মারেন জ্যাচারি। সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে দেওয়ালে আঘাত লাগে এবং জ্ঞান হারায় ছোট্ট জামিল বাস্কেরভিল।

পুলিশ আরো জানিয়েছে, এই ঘটনার পরেই রাত সাড়ে এগারোটার দিকে জামিলের মা ৯১১-তে ফোন করেন। শিশুটিকে উদ্ধার করে যখন তাকে কুপার ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনার পরে সেই মহিলা তার প্রেমিকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি, উল্টে তিনি জানিয়েছেন তার পুত্রকে অচৈতন্য অবস্থায় দেখে তার প্রেমিক নাকি তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির পেটে এত জোরে আঘাত করা হয়েছে যে, তার লিভার ফেটে ভিতরে রক্তক্ষরণ হয়েছে। আর সেই কারণেই মৃত্যু হয়েছে তার। মহিলার প্রেমিক জ্যাকারি ট্রাইকোচেকে পুলিশ গ্রেফতার করেছে।-এবেলা
২৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে