আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আসা বিদেশি পর্যটকদের জন্য পোষাক সংক্রান্ত বিধি আরোপ করলেন ভারতের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মহেশ শর্মা। ভারতের সংস্কৃতি এবং পশ্চিমা সংস্কৃতি মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আর সেই কারণেই ভারতে আসা বিদেশি পর্যটকদের জন্য পোষাক সংক্রান্ত বিধি আরোপ করলেন সংষ্কৃতি ও পর্যটন মন্ত্রী মহেশ শর্মা।
সম্প্রতি আগ্রায় একটি অনুষ্ঠানে মন্ত্রী মহেশ শর্মা বলেছেন, ভারতে আগত বিদেশি মহিলা পর্যটকরা কোনো গ্রামে ভ্রমণ করতে এসে কখনোই স্কার্ট বা ওই জাতীয় পোষাক পরতে পারবেন না। সেইসঙ্গে আরো কিছু বিধি-নিষেধের একটি তালিকাও তিনি পেশ করেছেন।
যখন কোনো পর্যটক ভারতের মাটিতে পা রাখবেন, বিমানবন্দরে নামার পরই তাদের হাতে এই সংক্রান্ত একটি তালিকা ধরিয়ে দেয়া হবে। তারা ভারতে এসে ‘কী কী করতে পারবেন আর কী কী করতে পারবেন না’। আর ওই তালিকায় উল্লেখ করা হয়েছে কোনো বিদেশি ছোট পোশাক যেমন স্কার্ট বা ওই জাতীয় কোনো পোষাক পরে ভারতের ছোট শহর বা গ্রাম পরিদর্শন করতে পারবেন না। যদিও কোনো নির্দিষ্ট পোষাকবিধি তিনি নির্ধারণ করেননি।
তিনি আরো বলেছেন, কোনো অটোরিক্সা বা ক্যাব-এ সফর করার আগে সেই গাড়ির নম্বরের ছবি তুলে তার কোনো পরিচিত ব্যক্তির কাছে অবশ্যই পাঠাতে হবে, যাতে ওই গাড়ি-সংক্রান্ত যাবতীয় তথ্য যেন নথিভুক্ত করা হয়ে থাকে।
তার এই মন্তব্যের পরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সমালোচনার ঝড় উঠেছে।
২৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই