সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ১০:৩৮:৪৩

জিন্স পরে নারীদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা!

জিন্স পরে নারীদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক ডেস্ক : এবার নারীদের পোশাকের উপর ফতোয়া জারি করল ভারতের একটি মন্দির কর্তৃপক্ষ। দেশটির মধ্যপ্রদেশের উজ্জয়িনীর জৈন মন্দিরে নারীদের জিন্স পরে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে মন্দির কর্তৃপক্ষ এই পোশাকবিধি জারি করে।

ফতোয়াটিতে বলা হয়েছে, আট বছরের অধিক বয়সী নারীরা মন্দিরে জিন্স, ক্যাপ্রি প্যান্ট এবং গাউন পরে ঢুকতে পারবেন না। মন্দির কর্তৃপক্ষের মতে, ওই মন্দিরে একমাত্র সেই নারীরাই প্রবেশাধিকার পাবেন যারা ‘ভারতীয় সংস্কৃতি’ মেনে পোশাক পরে আসবেন এবং মাথা ঢাকা থাকা বাধ্যতামূলক।

গত শুক্রবারই মহারাষ্ট্রের হাজি আলি দরগায় নারীদের প্রবেশাধিকার ফিরিয়ে দিয়েছে হাইকোর্ট। চলতি বছরের এপ্রিলেই শনি শিঙ্গনাপুর মন্দিরে নারীদের প্রবেশাধিকার ছিনিয়ে নিয়েছে নারীরাই। এরপর ফের এমন ফতোয়া জারি করায় স্বভাবতই সমাজের বিভিন্ন মহল থেকে সমালোচনা হতে শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, বারবার কোর্টের হস্তক্ষেপে বিচার নারীদের পক্ষে হওয়া সত্ত্বেও ভারতীয় সমাজ কি আদৌ পাল্টাচ্ছে?
২৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে