আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ সরকারি অফিসে হঠাৎ করে পরিদর্শন করতে এসে নিজেই হতবাক হয়ে গেলেন।
রোববার ছিল দুবাইয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস। শেখ মোহাম্মদ সিদ্ধান্ত নিলেন তিনি সরকারি অফিসের কাজকর্ম ঘুরে দেখবেন।
সেই অনুযায়ী সকালে সাড়ে সাতটা থেকে তিনি একের পর এক সরকারি দফতরে ঘুরতে লাগলেন। কিন্তু প্রতিটি অফিসেই গিয়ে দেখলেন কর্মকর্তাদের কেউ অফিসে নেই।
গাল্ফ নিউজের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর দিয়েছে, সরকারের গণমাধ্যম বিভাগ থেকে টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে খালি অফিসে শেখ মোহাম্মদ দাঁড়িয়ে রয়েছেন। অফিসের ডেস্ক ফাঁকা। দেয়ালে শোভা পাচ্ছে তারই পোর্ট্রেট।
তবে দুবাইয়ের সরকারি দফতের কাজকর্মের মান যেন বিশ্বমানের হয় তা নিশ্চিত করার লক্ষ্যে শেখ মোহাম্মদ প্রায়ই আচমকা বিভিন্ন অফিসে গিয়ে হাজির হন।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে দুবাই বিমান বন্দরেও একই ধরনের ঝটিকা পরিদর্শন চালানো হয়েছিল। সে সময় অবশ্য দেখা গিয়েছিল ইমিগ্রেশন কর্মকর্তারা ঠিকই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
দুবাইয়ের শাসকের পরিদর্শনের সময় যারা অফিসে হাজির ছিলেন না, তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
২৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই