মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০১:১৯:২৫

নয়া দিল্লীতে যানজটে পড়েছেন জন কেরি!

নয়া দিল্লীতে যানজটে পড়েছেন জন কেরি!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ভারতের রাজধানীতে নেমে নিজেই পড়েছেন যানজটে। সন্ধ্যায় নয়া দিল্লিতে বৃষ্টি হচ্ছিল এবং কেরির গাড়ি বহর বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই যানজটে পড়ে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ‌্যম।

সোমবার ঢাকা সফরের পর বিকালে রওনা হয়ে সন্ধ‌্যায় ভারতের রাজধানী নয়া দিল্লীর বিমানবন্দরে নামেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এদিন সকাল থেকে দিল্লিতে মৃষলধারে বৃষ্টি হচ্ছিল এবং বিভিন্ন সড়কে পানি জমে চলাচল ব‌্যাহত হয়।

দিল্লির ট্রাফিকের কমিশনার সন্দ্বীপ গোয়েল ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘৫০টি স্থানে সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে।’

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে অনেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বিপত্তিতে পড়ার ঘটনা নিয়ে লেখেন- ‘নয়া দিল্লিতে স্বাগতম কেরি, তবে সরি যানজটের জন‌্য’। যুক্তরাষ্ট্র থেকে সোমবার সকালে ঢাকায় নেমে আট ঘণ্টার ব‌্যস্ত সফর শেষে নয়া দিল্লিতে রওনা হন জন কেরি।
৩০ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে