আন্তর্জাতিক ডেস্ক: জীবনের প্রতি তীব্র বিতৃষ্ণায় আত্মহননের পথ বেছে নিয়েছিলেন চেন্নাইয়ের যুবক। কিন্তু তিন তলা থেকে ঝাঁপ দেয়ার পরে তিনি এসে পড়লেন ঘুমন্ত বৃদ্ধার ঘাড়ে। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাঁকে।
রবিবার রাতে চেন্নাইয়ের অশোক নগরের হাউজিং বোর্ড কোয়ার্টার্সে নিজের বাড়ির বাইরে ঘুমাতে যাওয়ার সময় বিপদের আঁচ করতে পারেননি সারদাদেবী (৭০)। সেই রাতেই স্ত্রীর সঙ্গে বচসার পরে আত্মহত্যার সিদ্ধান্ত নেন প্রতিবেশী অটোচালক যুবক সেলভম (৩৪)। তিন তলা বাড়ির ছাদ থেকে তিনি ঝাঁপ দেন।
ভাগ্যের পরিহাসে মাটিতে আছড়ে পড়ার বদলে সরাসরি ঘুমন্ত সারদাদেবীর ওপর এসে পড়েন আত্মঘাতী সেলভম। মাথায় ও বুকে গুরুতর আঘাত পান সারদা। জখম হন সেলভমও। বৃদ্ধার চিত্কার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দু’জনকেই সরকারি রয়াপেট্টা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বহু চেষ্টা করেও বাঁচানো যায়নি সারদাদেবীকে।
অন্যদিকে, মাথায় ও পায়ে জখম নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সেলভম। তাঁর চিকিত্সা চলেছে। ঘটনার তদন্ত করছে কুমারণ নগর পুলিশ।-এই সময়
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ