মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০৫:১৩:৪৬

লিবিয়ার উপকূল থেকে ৬৫০০ অভিবাসী উদ্ধার

লিবিয়ার উপকূল থেকে ৬৫০০ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূল থেকে প্রায় সাড়ে ছয় হাজার অ​ভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ইতালির উপকূল রক্ষীবাহিনী কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

প্রায় ৪০ টি পৃথক অভিযান চালিয়ে এই অভিবাসীদের উদ্ধার করা হয় বলে জানায় ইতালির কোস্টগার্ড। এই অভিবাসীরা উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া ও সোমালিয়া থেকে এসেছে। লিবিয়া হয়ে ইতালিতে ঢুকে ইউরোপের কোনো দেশে আশ্রয় নেওয়াই এদের মূল উদ্দেশ্য।

ছোট ছোট কাঠের নৌকায় করে আসা এসব অভিবাসীকে উদ্ধার করে উদ্ধারকারী নৌযানে তুলে নেয় ইতালির কোস্টগার্ড। উদ্ধার অভিযানে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং বেসরকারি সংস্থা প্রঅ্যাকটিভা ওপেন আর্মস ও মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স।

লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির পতনের পর থেকে অস্থিতিশীল লিবিয়া যেন অবৈধভাবে ইতালিতে ঢোকার একটা ‘খোলা পথ’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যুদ্ধ ও দারিদ্রতার কারণে সোমালিয়া, ইরিত্রিয়াসহ উত্তর-পূর্ব আফ্রিকার আশপাশের দেশের নাগরিকেরা লিবিয়া হয়ে প্রথমে ইতালি ও পরে ইউরোপের অন্য কোনো দেশে আশ্রয় নেওয়া চেষ্টা করছে।
৩০ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে