আন্তর্জাতিক ডেস্ক : এবার সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল। বিলাসিতা এবং রাজকীয়তা কাকে বলে, তা হয়ত সৌদি আরবের জনগণই সবচেয়ে ভাল জানেন। আর তাই সৌদি আরবের মক্কা শহরের ‘আবরাজ কুদাই’ নামের সেই হোটেলকেই বিশ্বের সবচেয়ে বড় হোটেল বলে অনুমান করা হচ্ছে। নির্মাণাধীন এই হোটেলটি ২০১৭ সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
হোটেলটি তৈরি করতে খরচ হবে আনুমানিক ৩.৫ বিলিয়ন ডলার। এছাড়াও জাঁকজমক ও রাজকীয়তা দেখে হোটেলটিকে একটি ছোট শহর বলে মনে হতে পারে অনেকের।
এই হোটেলের মূল আকর্ষণ হল, এই হোটেলে থাকবে ১০,০০০ ঘর, ৭০টি রেস্তোরাঁ এবং ৫টি হেলিপ্যাড। ১.৪ মিলিয়ন বর্গমিটার স্থান জুড়ে বিস্তৃত এই হোটেলে রয়েছে ১২টি উঁচু টাওয়ার। এছাড়াও ফুড কোর্ট, বাস স্টেশন, কনভেনশন সেন্টার, শপিং মল, অতিরিক্ত কয়েকটি বলরুম— এই হোটেলটিকে একটি ছোট্ট শহরের রূপ দিয়েছে।
সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় এই হোটেলটির জন্য যে অঙ্কের টাকা বরাদ্দ করেছে তা প্রায় ৩.৫ বিলিয়ন ডলার। এই বিল্ডিংটির নকশা প্রস্তুত করেছে দার-আল-হান্দাশ গ্রুপ। এছাড়া হোটেলটির বিল্ডিং-এর উপরের পাঁচটি ফ্লোর সৌদি আরবের রাজপরিবারের জন্য বরাদ্দ রয়েছে। -এবেলা
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম