মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০৫:৩১:৫৫

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের সামনে বিস্ফোরণ

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের সামনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট ভবনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় ভবনটির পাশের একটি হোটেল যতেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। তবে কোনো প্রাণহানির খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটির পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী জানান, এই গাড়ি বোমা হামলায় প্রধানমন্ত্রীর ভবনের বিপরীত পাশে থাকা দুইটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী প্রতিনিধি জানিয়েছেন, সোমালিয়া ইয়ুথ লীগের হোটেলের ভেতর আকস্মিক ভাবে আল- শাবাব গ্রুপের সদস্যরা বন্দুক হাতে প্রবেশ করে। তিনি গুলির শব্দও শুনেছেন। বিস্ফোরণের শব্দটি ছিল বিকট।

তিনি বলেন, প্রেসিডেন্ট প্রাসাদের প্রধান চেকপয়েন্টের কাছে থাকা এসওয়াইএল হোটেল এলাকায় বিস্ফোরণটি ঘটে।

তবে এই বিস্ফোরণের দায়দায়িত্ব এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে এর আগের কয়েকটি বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আল-কায়েদা-সংশ্লিষ্ট আল শাবাব যোদ্ধারা।

সোমালিয়া ইয়ুথ লীগের হোটেলটি দেশটির প্রধানমন্ত্রী হাসান শেখ মোহাম্মদের বাসা থেকয়ে ৫৫০ মিটার সীমায় অবস্থিত। এই হোটেলটিতে রাষ্ট্রীয় বাসস্থান এবং প্রধানমন্ত্রীর কাজের জন্য ব্যবহৃত হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব সোমালিয়ার রাজধানীকে লক্ষ্য করে বিভিন্ন হামলা চালাচ্ছে। আগস্ট মাসের শুরুর দিকে মোগাদিসুতে জঙ্গিদের হামলায় এক হোটেলে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। সূত্র : আল জাজিরা
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে