মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০৬:৩৯:৩০

স্ত্রীর মাথা ন্যাড়া করে স্বামীর এ কেমন শাসন!

স্ত্রীর মাথা ন্যাড়া করে স্বামীর এ কেমন শাসন!

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। এই অভিযোগ তুলে নিজেই বিচার করলেন স্বামী। তাও যে সে বিচার নয়, একেবারে তালেবানি কায়দায় শাসন। গৃহবধূর অভিযোগ, হাত, পা বেঁধে মারধর ছাড়াও তার স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তাতেও ক্ষান্ত না হয়ে ধারালো বঁটি দিয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দেয় অভিযুক্ত স্বামী।

এমন চাঞ্চল্য ঘটনা ঘটেছে ভারতের কলকাতার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার দত্তপাড়া এলাকায়। ঘটনার পরে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে বারুইপুর থানায় এফআইআর দায়ের করেছেন নির্যাতিতা স্ত্রী। প্রথমে অভিযুক্ত বাপি মণ্ডলকে গ্রেফতার না করলেও পরে সংবাদমাধ্যম এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হতেই অভিযুক্তকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানায় শিখরবালি ২নং পঞ্চায়েতের পশ্চিমপাড়ার বাসিন্দা ওই মহিলার সঙ্গে বছরখানেক আগে বিয়ে হয় সীতাকুণ্ডর বাপি মণ্ডলের। বিয়ের পরে বারুইপুরের দত্তপাড়ায় তারা একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। অভিযোগ, সেখানে নানা কারণে প্রায়শই স্ত্রীর উপরে আত্যাচার চালাতো বাপি। এরপরে কর্মসূত্রে কিছু দিনের জন্য বাপি মুম্বাই চলে যায়। সেখান থেকে গত সোমবার সে ফিরে আসে। বাড়িতে ফিরেই নতুন করে স্ত্রীর সঙ্গে গণ্ডগোল শুরু করে বাপি।

স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই অভিযোগ তুলে সোমবার রাতেই ঘরের মধ্যে হাত, পা বেঁধে ওই গৃহবধূকে বেধড়ক মারধর করে বাপি। শুধু তাই নয়, মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে বাপি স্ত্রীকে হত্যারও চেষ্টা করে বলে অভিযোগ। কোনোক্রমে স্বামীর হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করলে অত্যাচারের পরিমাণ আরো বাড়ে। এর পরে ধারালো বঁটি দিয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দেয় অভিযুক্ত বাপি মণ্ডল। কোনোক্রমে সেখান থেকে বাপের বাড়িতে পালিয়ে আসেন ওই গৃহবধূ। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর রাতেই বারুইপুর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।

যদিও আক্রান্ত গৃহবধূর পরিবারের অভিযোগ, অভিযুক্ত বাপি মণ্ডলকে গ্রেফতার করতে পুলিশ অনেক দেরি করেছ। এবিষয়ে আক্রান্ত গৃহবধূ বলেন, ‘কোনোক্রমে হাত, পা ছাড়িয়ে পালাতে গেলে ধারালো বঁটি দিয়ে আমার মাথার চুল কেটে দেয় বাপি। এমনকী, বালিশ চাপা দিয়ে আমায় হত্যা করারো চেষ্টা করে। আমি তার শাস্তি চাই”। এ বিষয়ে গৃহবধূর দাদা সমীর বৈদ্য বলেন, ‘বিয়ের পরে থেকে আমার বোনের উপর বাপি অত্যাচার করত। সে বিষয়ে ও আমাকে আগেও জানিয়েছিল। মুম্বাই থেকে ফিরেই আবার বোনকে মারধর শুরু করে। এবার যা করেছে তাতে আমরা সকলেই আতঙ্কিত। আমরা তার শাস্তি চাই।’

এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অরিজিত সিনহা বলেন, ‘স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের একটা অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে।’-এবেলা
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে