মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০৮:০৫:০৯

বজ্রপাতে একসঙ্গে তিন শতাধিক হরিণের মৃত্যু

বজ্রপাতে একসঙ্গে তিন শতাধিক হরিণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের দক্ষিণাঞ্চলের একটি পার্কে হঠাৎ বজ্রপাতে একসঙ্গে তিন শতাধিক বল্গা হরিণের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে দেশটির হারড্যাঞ্জারভিদ্যা পার্বত্য উপত্যকা অঞ্চলের একটি পার্কে।

নরওয়ের পরিবেশ মন্ত্রনালয় সূত্রে খবর, পার্বত্য মালভূমি অঞ্চলে হঠাৎই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। আর এতে প্রায় ৩২৩টি বল্গা হরিণের মৃত্যু হয়েছে। অধিকাংশ বল্গা হরিণ পুড়ে ঝলসে গেছে। বজ্রপাতে মৃত্যু হয় আরো অনেক প্রাণীর।

এরকম ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানিয়েছেন মন্ত্রনালয়ের এক কর্মকর্তা। তিনি বলেন, একেবারেই আশ্চর্যজনক ঘটনা এটি। একসঙ্গে এত হরিণের মৃত্যু বিরল। আগে কখনো এমনটা শোনেননি তারা।

নাট নিলেন্ড নামের ওই মুখপাত্র ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি টেলিগ্রাফকে বলেন, সবগুলো হরিণ একসঙ্গে দাঁড়িয়ে ছিল, যে কারণে একসঙ্গে এত হরিণের প্রাণহানি ঘটেছে। সেদিন রাতে প্রচণ্ড বজ্রপাত হয়েছিল। সম্ভবত বজ্রপাতের কারণেই এসব হরিণের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ঋতু পরিবর্তনের সময় হাজার হাজার হরিণ ওই মালভূমি এলাকায় যায়।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে