আন্তর্জাতিক ডেস্ক : ‘ফেসবুক লাইভ’ ব্যবহার করে আল্পস পর্বত থেকে নিজের লাফ দেয়ার ভিডিও সরাসরি সম্প্রচারের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন ২৮ বছর বয়সী এক পাইলট।
এতেই ঘটল বিপত্তি। ফেসবুকের জনপ্রিয় এই ফিচার ব্যবহার করতে গিয়ে ওপর থেকে পড়ে প্রাণ হারান আরমিন স্মিডার নামের ইতালির এক তরুণ পাইলট।
ঘটনাটি ঘটেছে সুইজারল্যান্ডের ক্যানডারস্টেগের কাছে।
গতকাল সোমবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আল্পস পর্বতের ওপর থেকে লাফ দেয়ার আগে আরমিন ফেসবুকে তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আজ আমার সঙ্গে তোমরাও উড়বে।’
ফেসবুকে পোস্ট করা আরমিনের ভিডিও চিত্র থেকে নেয়া ছবিতে দেখা গেছে, পাইলট লাফ দেয়ার জন্য বিশেষ পোশাক পরে প্রস্তুত হচ্ছেন। এরপর ফেসবুকে লাইভ ভিডিও অন করে আল্পসের ওপর থেকে লাফ দেন তিনি।
ফেসবুকে সরাসরি এ দৃশ্য দেখা দর্শকরা বলেন, লাফ দেয়ার কিছুক্ষণ পরই বিকট চিৎকারের আওয়াজ পাওয়া যায়। এরপরই নিচে পড়ে যান তিনি।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের ক্যানডারস্টেগের কাছে বেস জাম্পিং লোকেশন থেকে ২৮ বছর বয়সী ইতালির এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।
লাশটি আরমিন স্মিডারের বলে শনাক্ত করেন বার্ন ক্যানটোনাল পুলিশের মুখপাত্র জোলান্ডা এগার। তিনি বলেন, এ দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম