আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দুই তরুণীর চমক। পাকিস্তানের দুই বোন একইসাথে মর্যাদাপূর্ণ বোয়িং ৭৭৭ চালিয়ে নতুন রেকর্ড গড়েছেন। এই দুই বোন হলেন মরিয়ম মাসুদ ও ইরম মাসুদ।
মঙ্গলবার দুই বোনের নেতৃত্বে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) দুটি বোয়িং লাহোর থেকে করাচি, ম্যানচেষ্টার, নিউ ইয়র্ক ও লন্ডন পাড়ি দেয়।
দুই বোনের একই সাথে দুটি বিমান চালানোর স্বপ্ন অনেক দিনের। সম্প্রতি তাদের ছোটবোন ইরম লাইসেন্স পেলে মনে হতে থাকে স্বপ্নটি হাতের মুঠোয় চলে আসে। আর তারাই গড়লো রেকর্ড।
এশিয়ার অন্য কোনো আপন দুই বোন এ ধরনের কৃতিত্ব অর্জন করতে পারেননি। পাকিস্তানে এখন বেশ কয়েকজন নারী পাইলট রয়েছেন। এই দুই বোনও রয়েছেন সে তালিকায়।
৩১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর