আন্তর্জাতিক ডেস্ক : দশম শ্রেণীর ছাত্রদের দিয়ে পা টিপিয়ে বিপাকে পড়লেন ভারতের ছত্তিশগড়ের এক সরকারি স্কুলের শিক্ষক। অভিযুক্ত অনুপ মিঞ্জ ছত্তিশগড়ের জাশপুরের টুমলা হাই-স্কুলের ইংরেজির শিক্ষক।
ছাত্রদের দিয়ে ঐ শিক্ষকের পা টিপে দেয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই ঘটে বিপত্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপ মাটিতে উপুড় হয়ে শুয়ে রয়েছেন। আর তিন ছাত্র মিলে তার ঘাড়, পিঠ ও পা টিপে দিচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়, খাতা দেখার নাম করে স্টাফরুমে দশম শ্রেণীর তিন ছাত্রকে অনুপ ডেকে পাঠান। খাতা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ছাত্রদের বলেন তার গা-হাত-পা টিপে দেয়ার জন্য। স্টাফরুমে অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন সে সময়ে। সেই গোটা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর পরই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ।
৩১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই