আন্তর্জাতিক ডেস্ক : প্রথমে বৃদ্ধা মায়ের কাছ থেকে জোর করে জমি লিখে নেয়া হয়, তারপর তাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শেষপর্যন্ত অবশ্য স্থানীয়দের চাপে মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের তেহট্টের কড়ুইগাছি এলাকায়। অভিযুক্ত ছেলের নাম কার্তিক বিশ্বাস।
জানা গেছে, কড়ুইগাছি এলাকার একটি পরিত্যক্ত বিশ্রামাগারে প্রথমে সাবিত্রী বিশ্বাসকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সাবিত্রীদেবী স্থানীয়দের বলেন, জমি লিখিয়ে নিয়ে ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকী, নাতি ও বউমা তাকে সব সময় মারধর করত বলেও অভিযোগ করেন তিনি।
দু’দিন ধরে কড়ুইগাছির বকুলতলায় পড়ে থাকার পর অবশেষে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। এদিকে বাড়ির বাইরে থাকায় অসুস্থ হয়ে পড়েন সাবিত্রীদেবী। এলাকার বাসিন্দারা তাকে বাড়িতে নিয়ে যান। অভিযুক্ত ছেলে কার্তিক বিশ্বাসের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
৩১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই