বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০৫:৩১:০৭

মার্কিন বাহিনীর অভিযানে আইএস নেতা আদনানি নিহত

মার্কিন বাহিনীর অভিযানে আইএস নেতা আদনানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে নিহত জঙ্গি গোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) নেতা আবু মোহাম্মদ আল-আদনানি গুলশান হামলাসহ বিশ্বের উল্লেখযোগ্য হামলার পরিকল্পনাকারী ছিলেন।  এ খবর দিয়েছে এএফপি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এ দাবি করেন।

আইএসের কথিত বার্তা সংস্থা ‘আমাক নিউজ এজেন্সি’তে আদনানির মৃত্যুর খবরটি মঙ্গলবার নিশ্চিত করে।

এর আগে ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, আলেপ্পো প্রদেশের আল-বাব এলাকায় মার্কিন বাহিনীর অভিযানে আদনানি নিহত হয়েছেন কি-না নিশ্চিত হওয়া যায়নি।

তবে পিটার কুকের দাবি, আদনানির ভূমিকা কেবল জঙ্গি সংগঠনটির মুখপাত্র হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গত বছর এবং এ বছরের বেশ কয়েকটি উল্লেখযোগ্য হামলার ক্ষেত্রে আদনানির ভূমিকা ছিল।

কুক জানান, আইএসের বিদেশি অভিযানগুলোর মূল পরিকল্পনাকারী ছিলেন আদনানি।  তারই অংশ হিসেবে প্যারিস হামলা, ব্রাসেলস হামলা, ইস্তাম্বুল বিমানবন্দরে হামলা এমনকি গুলশান হামলার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি।

এছাড়া সিনাই উপত্যকায় রুশ বিমান ভূপাতিত করা এবং আঙ্কারার র‌্যাব লিতে আত্মঘাতী হামলার পেছনেও আদনানির ভূমিকা ছিল।

এসব হামলায় প্রাণহানির ঘটনা ঘটে ১৮০০-এরও বেশি মানুষের।  আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ।

তার দাবি, আইএস জঙ্গিদের সমন্বিত করার কাজ করতেন আদনানি।  আইএসের জন্য সদস্য সংগ্রহ করা ছাড়াও সামরিক ও বেসামরিক লোকদের ওপর লোন উলফ হামলা চালানোর আহ্বান জানাতেন তিনি।

কুক বলেন, আদনানির মৃত্যুর খবর যদি সত্যি হয় তাহলে আইএসের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য।

মার্কিন পররাষ্ট্র দফতর আল-আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
 ৩১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে