বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০৭:২৬:৫০

গা হিম হয়ে যাওয়া অবস্থা, উড়ন্ত বিমানে দরজায় ধরে টানাটানি!

গা হিম হয়ে যাওয়া অবস্থা, উড়ন্ত বিমানে দরজায় ধরে টানাটানি!

আন্তর্জাতিক ডেস্ক : গা হিম হয়ে যাওয়া অবস্থা, উড়ন্ত বিমানের দরজায় ধরে টানাটানি করায় ছুটে আসেন বিমানকর্মীরা! বিমানের কোনো যাত্রী চলমান বিমানের দরজা খোলার চেষ্টা করছিলেন।
এমন কাণ্ড করেন যুক্তরাষ্ট্রের এক যাত্রী।  ওই বিমানে ১৮০জন যাত্রী ছিলেন।


এ খবর দিয়েছে এবিপি।

জানা যায়, নিউইয়র্ক থেকে সিয়াটেলগামী আলাস্কা এয়ারলাইন্সের বিমানে মাঝ আকাশে এক যাত্রী হঠাৎ করেই বিমানের দরজা ধরে টানাটানি শুরু করেন।

এ সময় ছুটে আসেন বিমানের কর্মীরা। তাদের চেষ্টায় পরাস্ত হন ওই ব্যক্তি।  বোয়িং ৭৩৭ বিমানটি মিনেপোলিশে জরুরিভাবে অবতরণ করানো হয়।

এয়ার লাইন্সের এক মুখপাত্র জানান, বিমানের সামনের দিকের একটি দরজা খোলার চেষ্টা করেন ওই যাত্রী।  কিন্তু মাঝআকাশে বিমানের দরজা কোনোভাবেই খোলা যায় না।  

মিনেপোলিশে বিমানটির অবতরণের পর ওই যাত্রীকে নামিয়ে আনা হয়।  এরপর বিমানটি আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

মিনেপোলিশ সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, অফিসাররা ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে- নিজেকে বিপদে ফেলতেই ওই কাজ করেন তিনি।

ওই যাত্রীকে পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তাকে এখন পর্যন্ত ছাড়া হয়নি বলে জানা গেছে।
৩১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে