আন্তর্জাতিক ডেস্ক : জেগে উঠেছে মেক্সিকোর কোলিমা আগ্নেয়গিরি। স্থানীয় ভাষায় এটি আগুনে আগ্নেয়গিরি নামেই পরিচিত। গ্যাস এবং ধোঁয়ার কুণ্ডলী পৌছে গিয়েছে প্রায় আট হাজার ফুট ওপরে।
এছাড়া, অল্পের জন্য টোকিও রক্ষা পেলেও, জাপানের উত্তরাংশ টাইফুন লিওনরকের আতঙ্কে রয়েছে। বছর পাঁচেক আগেই ভয়ঙ্কর সুনামি ও বড়সড় ভূমিকম্পের কবলে পড়ে এই অঞ্চল। ইতিমধ্যে টাইফুনের প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত বহু অঞ্চল। বাতিল একশ'রও বেশি ফ্লাইট।
এছাড়াও, এমন শিল্পকীর্তি কতজন করতে পারে? তবে পারেন তাইওয়ানের লি চিয়েন-চু। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি-ক্ষুদ্র শিল্পসৃষ্টিই তার নেশা। এনিয়েই মজে তিনি। কোনো খুঁত যাতে না থাকে, সেদিকে সবসময়ই কড়া নজর শিল্পীর।
৩১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই