আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হল দিলমা রুসেফকে। বাজেট আইন ভাঙার অভিযোগে ইমপিচমেন্ট প্রক্রিয়ায় বামপন্থী এই প্রেসিডেন্টকে সারাল সেনেট।
বুধবার সেনেটরদের ভোটাভুটিতে রুসেফের বিরুদ্ধে ৬১-২০ ভোট পড়ে। ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে মূল অভিযোগ সরকারি টাকা তছরুপ করেছেন। রাষ্ট্রের খরচ বেশি দেখিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন।
দিলমার বাকি মেয়াদ অর্থাৎ ২০১৮ পর্যন্ত প্রাক্তন ভায়েস প্রেসিডেন্ট মিচেল টেমেরকে এই দায়িত্ব সামলাতে হবে। দিলমাকে সরকারি দফতর থেকে আট বছরের জন্য নির্বাসিত করা হবে কি না, সে বিষয়ে পৃথক একটি ভোট হবে বলে জানা গিয়েছে।-এই সময়
১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ