বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০৩:০৫

বিদেশে স্বামীর পরকীয়া, সুষমাকে স্ত্রীর টুইট, তারপর...!

বিদেশে স্বামীর পরকীয়া, সুষমাকে স্ত্রীর টুইট, তারপর...!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ভারতীয় কর্মীরা বেতন না পেয়ে আর্থিক কষ্টে রয়েছেন।  টুইট দেখেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন।  

আফগানিস্তানে অপহৃত কলকাতার মেয়ে জুডিথ ডি'সুজা।  খবর পেয়েই দেশের মেয়েকে ফেরাতে তত্পর তিনি।  হানিমুনে স্বামীর ফ্লাইটের টিকিট কনফার্মড।

স্ত্রীয়ের টিকিট মেলেনি।  টুইট দেখেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা।  এহেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ একটি সমস্যাতেই হাত তুলে দিলেন।

জানিয়ে দিলেন, বিদেশে ভারতীয়দের অন্যসব সমস্যার সমাধান করতে পারি, কিন্তু পরকীয়ায় লিপ্ত স্বামীকে শাস্তি দেয়ার ক্ষমতা আমার নেই।

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টুইট করলেই মুশকিল আসান ভেবে টুইট করেছিলেন সুজাতা সুকরি নামে এক মহিলা।  

টুইটারে মহিলার বক্তব্য, 'আমার স্বামী থাইল্যান্ডের এক তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত। কর্মসূত্রে স্বামী বিদেশে থাকেন।  

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি থাইল্যান্ডের ওই মহিলা দিল্লিতে এসেছিলেন তার মায়ের শেষকৃত্যে। সেখানে তার স্বামীও হাজির ছিলেন। কিন্তু ওই মহিলার নাম জানতে পারছি না। প্লিজ, আমায় সাহায্য করুন।'

মহিলার টুইটের উত্তরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, 'আপনার প্রতি আমার সমবেদনা রইল। কিন্তু পরকীয়ায় লিপ্ত স্বামীদের পথে আনতে বা শাস্তি দেয়ার কোনো ক্ষমতা আমার নেই।'
১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে